Jump to content

User:Rupak Adit Roy

From Wikipedia, the free encyclopedia

রুপক রায়

জন্ম আমার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে। কিন্তুু ছোট্ট বেলাতে থেকেই চুয়াডাঙ্গা জেলা শহরে বেরে উঠা, প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা শহরেই হয় কারন বাবা ওখানে চাকুরী করতেন পরে কুষ্টিয়া শহরে চলে আসা হয় সেখানেই অনার্স ও মাস্টার্স শেষ করি রসায়ন বিভাগে৷ এর আগে থেকে চলচ্চিত্র সংগঠন এর সাথে জড়িত ছিলাম। তখন থেকেই মিডিয়াতে কাজ শুরু। টিভি মিডিয়াতে কিছু অনুষ্ঠানে পরিচালনা করেছি আমি ভালবাসি লেলখালেখি করতে ছোট্ট গল্প,কবিতা,গান,বড় গল্প, কিছু কাজ করেছি টিভি মিডিয়া ও প্রিন্ট মিডিয়াতে। ছবি তোলা, বন্ধুের সাথে আড্ডা,ভ্রমন করতে ভালবাসি। [[1]] মিডিয়াতেও আমার খুব অ্যাক্টিভিটি আছে। টেকনোলজি সম্বন্ধে আমার আবার খুব ঝোঁক নেটওয়ার্কিং,সফটওয়্যার,অটমেশন,নেটওয়ার্কিং,ইত্যাদি করতেও ভালো লাগে। আমি এখন রুপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রে চাকুরীরত আছি। আর তেমন একটা কথা নেই আমার জীবনে।